বন্দর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত ইমতিয়াজ নূর ও জয়নব প্রধান

সান নারায়ণঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে নেতৃত্ব বিকাশের নিমিত্বে বন্দরের ৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ নুর সর্বাধিক ভোটে প্রথম স্থান ও জয়নব প্রধান ২য় স্থানে কৃতিত্ব অর্জন করেছে। গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে মোট ৬জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ইমতিয়াজ ১৪১ ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে ও ২য় স্থানে ৬৬ভোট পেয়ে জয়নব প্রধান নির্বাচিত হয়েছে। এতে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিল ৫ম শ্রেণির শিক্ষার্থী তাফসিন খন্দকার ও প্রিজাংডিং অফিসারের দায়িত্ব পালন করে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইয়ামিন হোসেন মর্ম।

স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে সর্বাধিক ভোটে বিজয়ী প্রার্থীর অভিভাবক মিনারা খন্দকার বলেন, দুর্নীতি প্রতিরোধ সমাজ গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নেতৃত্ব বিকাশের জন্য ক্ষুদে শিক্ষার্থীদের স্টুডেন্ট কাউন্সিলে আমার ছেলে ইমতিয়াজ নুর বিপুল ভোটে জয়ী হওয়ায় আমি সকালের দোয়া কামনা করছি।