বিএনপির তৈমূর ও সাখাওয়াত অনুগামীদের চলছে ভোটযুদ্ধ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বহুল আলোচিত নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলণের ভোট গ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। ৯ ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। আদালতপাড়ায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার চেম্বারের নিচতলায় এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত সম্মেলনের ভোট গ্রহণ পর্যবেক্ষণে আসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা সাংগঠনিক বিভাগের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

নির্বাচনে দুটি প্যানেলে ১০ জন প্রার্থী অংশ নিয়েছেন এবং এককভাবে সাধারণ সম্পাদক পদে রয়েছেন একজন প্রার্থী মোট প্রার্থী ১১জন। এককভাবে সাধারণ সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট সুমন মিয়া।

সাখাওয়াত অনুগামী হুমায়ূন-জাকির প্যানেলের পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন।

তৈমূর আলম খন্দকার অনুগামী ভাসানী-মামুন প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল হামিদ খান ভাসানী ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আজিজ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট সীমা সিদ্দিকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট আলী হোসাইন।

এই নির্বাচনে প্রধাণ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন। নির্বাচন কমিশনার রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিন সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস ও অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া।