মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত সুন্দর সোনারগাঁও পৌরসভা উপহার দিব: মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আগামী নির্বাচনে পৌর নাগরিক কমিটির মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত পৌরবাসীর উদ্দেশ্যে বলেছেন, আল্লাহর রহমতে পৌরবাসীর ভোটে মেয়র নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত সুন্দর সোনারগাঁও পৌরসভা উপহার দিব।

মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত আরও বলেন, নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হলে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কাজ শিখিয়ে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে হবে। নারীদের অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি মেয়র নির্বাচিত হলে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করব।

তিনি বলেন, বর্তমান মেয়র সাহেবের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আমাকে পৌর নাগরিক কমিটি মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি মেয়র নির্বাচিত হলে সোনারগাঁও পৌরসভার কোন কাচাঁ রাস্তা, সাকোঁ থাকবে না। সকল রাস্তা আর সি সি ঢালাই করা হবে। নতুন নতুন ব্রীজ কালভার্ট করা হবে।মাননীয় সাংসদ সোনারগাঁও পৌরবাসীর জন্য পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। পয়ঃনিস্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করে দিয়েছেন যার কাজ চলমান। তাছাড়া জননেতা লিয়াকত হোসেন খোকার আপ্রাণ চেষ্টায় শতাধিক মাটির রাস্তা, আর সি সি রাস্তার অনুমোদন হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদানের ধারাকে অব্যাহত রেখেছেন।

৯ ডিসেম্বর বুধবার বাদ আসর সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সম্মানিত সভাপতি এমএ জামানের সভাপতিত্বে সোনারগাঁও পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগমুছা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ রুকনউদ্দিনের বাড়িতে ডালিয়া লিয়াকত এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর নাগরিক কমিটি মনোনীত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত।

আরো উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মিয়া স্বপন, সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর নাগরিক কমিটির সহ সভাপতি, জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর মোঃ রফিক মিয়া, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ মিয়া, কাউন্সিলর দুলাল মিয়া, কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিলন মিয়া, কাউসার মিয়া, জাতীয় পার্টির নেতা মোঃ মোক্তার, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ শাহীন মিয়া, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সদস্য ফজলুল হক মাষ্টার, মোঃ জহির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রোকনউদ্দিন, মোঃকামাল মিয়া, মোঃ জামাল মিয়া, মোঃ সবুজ, মোঃ আনোয়ার, মোঃ জাকির, মোঃ রিপন মিয়া, মোঃ ইকবাল, মোঃ শাহীন, জাকারিয়া, মোসাঃ সুমি বেগম, মোসাঃ শিল্পী, মোসাঃ নাসরিন আক্তার মোসাঃ পান্না, সিনথিয়া আক্তার সহ এলাকার শত শত নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।