অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বন্দর ফাঁড়ির নবাগত ইনচার্জ সুমন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দর পুলিশ ফাঁড়ির সদ্য যোগদানকারি ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম সুমন অপরাধ নিয়ন্ত্রণে বন্দরে বিভিন্ন আবাসিক বাসা বাড়ীতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নোটিশ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছেন।

বন্দর ফাঁড়ি এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হলে এলাকার অপরাধ প্রবণতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন তিনি। গত ২ ডিসেম্বর বুধবার সকালে বন্দর পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ গণমাধ্যম কর্মীদের এ কথা জানান।

তিনি আরো বলেন, অপরাধ নিয়ন্ত্রণে সাংবাদিক ও পুলিশের এক সাথে কাজ করা উচিৎ। কারন সাংবাদিক ও পুলিশ উভয় জনগণের জন্য নিরলসভাবে কাজ করে। আমি শুনেছি বন্দরে বিভিন্ন আবাসিক এলাকায় কিশোর গ্যাং এর উৎপাত অতিষ্ট হয়ে উঠছে এখানকার শান্তিপ্রিয় জনগণ।

এছাড়াও বন্দর আমিন, রুপালী, র‌্যালী, লের্জারার্সসহ আশে পাশের এলাকাগুলোতে চুরি ঘটনা বৃদ্ধি পাচ্ছে। অপরাধ কর্মকান্ড কমিয়ে আনার জন্য প্রতিটি বাড়ীতে সিসি ক্যামেরা লাগানোর নোটিশ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রতিটি বাড়ী মালিক তার নিজ বাড়ীতে সিসি ক্যামেরা স্থাপন করলে উল্লেখিত এলাকা অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।