সোনারগাঁয়ে সুশিক্ষা নিশ্চিত ও মানোন্নয়নের লক্ষ্যে ৩১টি ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত ৪তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

১৬ নভেম্বর সোমবার বিকেলে উপজেলার চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম ভূঁইয়ার সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।

ওই সময় তিনি বলেন, সোনারগাঁওয়ে আমাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত ও মান উন্নয়নের লক্ষ্যে ১০টি ৪তলা বিশিষ্ট ভবন সহ মোট ৩১টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়ে বর্তমানে কাজ চলমান রয়েছে। এছাড়া এই বিদ্যালয়ের ফার্নিচার বাবদ ৪০ লক্ষ ও পুরাতন ভবন সংস্কারের জন্য আরো ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় সমন্বয়কারী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসির আহমেদের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, প্রাথমিক শিক্ষা অফিসার কাজল চন্দ্র৷ পাল, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, শম্ভুপুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনির হোসেন তোতা, মনিশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সোনারগাঁ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফুল হক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, সাবেদ আলী মেম্বার, কবির মেম্বার, ইকবাল হোসেন মেম্বার, সাজেদ আলী মেম্বার, জাপা নেতা জাহাঙ্গির মিয়া, আনোয়ার চৌধুরী, হাফিজুল্লা সরকার, ইব্রাহীম, মোক্তার হোসেন, পিরোজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কবির প্রমুখ।