বন্দর থানায় পুলিশিং ডে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে ৩১ অক্টোবর শনিবার বেলা ১১টায় বন্দর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দীন ভূইয়ার সভাপতিত্বে থানা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের প্রতিনিধি মাহফুজ আলম জাহিদ, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মদ দুলাল প্রধাণ, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু ও ২২নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি
আজহারুল ইসলাম ভূইয়া জিন্নাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার,আওয়ামীলীগ নেতা শাহজাহজান মোল্লা, কাজী শহীদ প্রমুখ।