ধলেশ্বরী নদীতে ইলিশ শিকারের দায়ে ৪ জেলের জরিমানা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৪ জেলেকে চার হাজার টাকা আর্থিক জরিমানা করেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চর ধলেশ্বরীর আশপাশের নদীতে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে বন্দর উপজেলা মৎস্য কর্মকর্তারা এ যান পরিচালনা করেন।

বন্দর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, বছরের এ সময় মা ইলিশ ডিম পারে এবং জাটকা ইলিশ বড় হয়ে উঠে। সরকারিভাবে এ সময় ইলিশ শিকার নিষিদ্ধ। এ সময় যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে এ জন্য অভিযান পরিচালনা করা হয়। নিষেধ থাকার পরও ইলিশ শিকার করার অপরাধে ৪ জেলের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জেসমিন আক্তার বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ স্থানীয় একটি মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।