ফতুল্লার ইসদাইরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহতের ঘটনায় হাবিব রিমান্ডে

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাঈমকে হত্যা মামলার আসামি হাবিবকে একদিনের রিমান্ড দিয়েছে আদালত।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করে আসামিকে আদালতে হাজির করে। পরে রিমান্ড শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন এর আদালতে এ মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামী চিটাগাং বিল্ডিং বুড়ির দোকান ইসদাইর এলাকার মো. জহির উদ্দীনের ছেলে মো. হাবিব।

উলে­খ্য, নারায়ণগঞ্জের ফতুল­ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নাঈম নামে এক কিশোর ছুরিকাঘাতে খুন হয়েছে। শুক্রবার রাতে ফতুল­ার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এঘটনা ঘটে। খুন করার অভিযোগে হৃদয় নামে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত নাঈম ইসদাইর এলাকার মৃত. খলিল মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত হৃদয় একই এলাকার রজব কানার ছেলে। তাদের উভয়ের বয়স ১৫/১৭ এর মধ্যে।