‘নারায়ণগঞ্জে এখন করোনার ঝুঁকি কম’ জানালেন জেলা প্রশাসক

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে এখন করোনার ঝুঁকি কম। নারায়ণগঞ্জের মানুষ সচেতনার সাথেই সকল কাজর্কম করছে। তবুও করোনা ঝুঁকি আরও কমাতে সবাইকে সচেতন হতে হবে। বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। করোনা ভাইরাস রোধে মানুষকে আরোও সচেতন হতে হবে। করোনা ধ্বংস করতে সাবানই যথেষ্ট। যদি বিশ সেকেন্ড সাবান দিয়া হাত ধোয়া হয়, তাহলে করোনার জীবাণু ধ্বংস হয়ে যায়।

১৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সেমিটেশন মাস অক্টোবর ২০২০ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি জসিম উদ্দিন আরোও বলেন, আমরা কি করি খাবারের পরে ভালো মতো হাত ধুই। খাবারের পরে না, খাবারের আগে অবশ্যই সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুতে হবে।

নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ সালাউদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বেপারী, অতিরিক্ত পুলিশ সুপার (ক’সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক জাকির হোসাইন, নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য উপ- প্রকৌশলী এস.এম রায়হান হোসেন প্রমুখ।

এর আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে হাত ধোয়ার কার্যক্রমের উদ্বোধন করেন ডিসি জসিম।