নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে ডিআইজি হাবিবুর রহমান

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বাৎসরিক পরিদর্শন করেছেন।
৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে আসেন। এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন।

পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বাৎসরিক পরিদর্শন উপলক্ষে আয়োজিত প্যারেডে তিনি সালাম গ্রহণ করেন। সালাম গ্রহণ শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পুলিশ হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রত্যেক পুলিশ সদস্যের শারীরিকভাবে যাতে সুস্থতা বজায় থাকে তাই সবাইকে শরীর চর্চা করার কথা বলেন ডিআইজি হাবিবুর রহমান।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এসময় তিনি নিজেও অগ্নিনির্বাপক মহড়ায় অংশগ্রহণ করেন। ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপন মহড়া শেষে গত ২২ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত রফিকুল ইসলাম স্মরণে পুলিশ লাইন্স প্যারেড মাঠের পশ্চিম পাশে অবস্থিত বহুতল ভনের নিচতলায় ‘শহীদ করোনাযোদ্ধা রফিকুল ইসলাম লাইব্রেরী’ ও সাইবার ক্যাফে উদ্বোধন করেন ডিআইজি হাবিবুর রহমান।

জেলা পুলিশের কার্যালয়ে ফোর্স ও অফিসারদের সাথে আয়োজিত বিশেষ কল্যাণ সভা অংশগ্রহণ করেন ডিআইজি। সভা শেষে তিনি নগরীর মেট্রোহলে নবনির্মিত ট্রাফিক ব্যারাক ‘ছায়ানীড়’ পরিদর্শনে যান তিনি। ব্যারাক পরিদর্শন শেষে সেখানে বৃক্ষ রোপণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টিএম মোশাররফ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহউদ্দিন আহমদ সহ প্রমুখ।