বন্দরের কলাগাছিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী পরিবারের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে মিলাদ ও মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর বুধবার বাদ আছর জিওধারা ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং ওসমান পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, প্রধান আলোচক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি বন্দর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভোলানাথ বাবু, আবদুল্লাহ বাবু, কৃষি সম্পাদক শাহজাহান মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী মো. এরছাল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, সাবেক ১নং ওয়ার্ড (বর্তমান ৪,৫,৬ ওয়ার্ড) সভাপতি কামরুল হাসান জজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ঢালী, সাবেক ২নং ওয়ার্ড (বর্তমান ১,২,৩ ওয়ার্ড) সভাপতি মো. কুতুব উদ্দিন, সাবেক ৩নং ওয়ার্ড (বর্তমান ৭,৮,৯ ওয়ার্ড) সভাপতি ইসতিয়াক উদ্দিন জারজিস, আওয়ামীলীগ নেতা হাজী শাহজালাল।

আয়োজনে আসাদুল্লাহ মাষ্টার, আক্তার সজল, মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন, হারুন প্রধান, জুবায়ের খান, আলী আহমদ, আবু বক্কর। এছাড়াও উপস্থিত ছিলেন- বন্দর থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শাহিন, ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক পীর মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, গোবিন্দ দাস, জিএস আজিজ, মেহেদী হাসান সোহেল, নরেশ মাদবর, আল আমিন, রবি মিয়াজী, রফিকুল ইসলাম, আবু তালেব, দায়েন হোসেন, রাজু মেম্বার, আসলাম, মহসীন, আক্তার হোসেন, আরিফ মাষ্টার, বাসেদ, শফিকুল ইসলাম, আবু বক্কর, শামসুল হাজী, সালাউদ্দিন, মোবারক হোসেন, আল মামুন, হালিম, আকাশ খান, মনির হোসেন, থানা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল হক মাসুদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোক্তার উদ্দিন মুক্ত, যুবলীগ নেতা ডা. ফারুক, নুর হোসেন, হামিদুল, রাসেল প্রধান সজিব, কাদির, মহিলা নেত্রী সোনিয়া, জেসমিন, বিউটি, মাবিয়া, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুক, ছাত্রলীগ নেতা মোরসালিন, আলিফ, শামীম, শেখ সুমন, আজিজুল হাকিম প্রমুখ।