ছাত্রদলে আহ্বায়ক শিক্ষানবিশ আইনজীবী, সদস্য সচিব মাদক মামলার আসামি!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাকিবুর রহমান সাগর। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। একজন শিক্ষানবিশ আইনজীবী। কিন্তু তার সঙ্গে সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ রাজুকে। তার নামে মাদকের মামলাও রয়েছে। মামলায় তাকে মাদক ব্যবসায়ী হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ। একজন বিতর্কিত মাদক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত থাকার অভিযুক্ত রাজুকে কেন সদস্য সচিব করা হলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে কমিটি গঠনের পর দিন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন।

মামলা সূত্রে জানাগেছে, ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ এম ডব্লিউ কলেজের সামনে রাত পৌনে দশটার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তৎকালীন এসআই কামরুল ইসলাম মাদক বিক্রয়ের সময় রাজুকে গ্রেপ্তার করে। ওই সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছিল পুুলিশ। কিন্তু কি রহস্যে সেই রাজুকেই থানা ছাত্রদলের সদস্য সচিব করা হলো সেটা নিয়ে কঠোর সমালোচনা চলছে নারায়ণগঞ্জে।

জানাগেছে, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল, বন্দর থানা ছাত্রদল, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল, সরকারী তোলারাম কলেজ শাখা ছাত্রদল, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদল ও কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ার খবরটি সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ মহানগরের অধীন ৬টি ইউনিটের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই সিদ্ধান্ত অনুমোদন করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৬০দিনের মধ্যে আওতাধীন ইউনিটের কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

কমিটি ঘোষণার কথা নিশ্চিত করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ মিডিয়াতে জানিয়েছেন- নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ৬টি ইউনিট কমিটি কেন্দ্রে জমা দেয়া হয়েছিল। কেন্দ্র যাচাই বাছাই শেষে আজকে তা ঘোষণা করেছে।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে আহ্বায়ক রাকিবুর রহমান সাগর ও সদস্য সচিব মো: রাজু, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান লিমন, সাদ্দাম হোসেন (মুন্না), শাহরিয়ার খান, শাহাদাত হােসেন রনি, শাহাদাত হোসেন ভূঁইয়া, শাহাদাত হোসেন (মিরাজ), আশরাফুল ইসলাম চৌধুরী, আজিজুর রহমান, আব্দুল কাদের জিলানী (হিরা) ও মেহেদী হাসান। সদস্য রবিউল্লাহ,আ: কাদির, আনিসুর রহমান (রানা), হাবিব, মেহেদী হাসান, সরকার হোসাইন, মোহাম্মদ জুবায়ের, সাজ্জাদ হোসেন (হৃদয়), মামুন ও হাসিবুল হাসান আকাশ।