বন্দরে ১০ ভিক্ষুককে পূণর্বাসন করলো উপজেলা প্রশাসন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ভিক্ষুককে টং দোকান ও মূলধন দিয়ে ১০জন ভিক্ষুককে পূণর্বাসন করেছে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১দিনের বেতনের টাকায় এ উদ্যোগ বাস্তবায়ন করেন।

১৫ আগস্ট শনিবার বিকেল ৪টায় ফিতা কাটার মধ্য দিয়ে ভিক্ষুক পূণর্বাসন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন।

এ সময় জসিমউদ্দিন তার বক্তব্যে নির্বাহী অফিসার শুক্লা সরকারের প্রসংশা করে বলেন, টং দোকান ও মূলধন প্রদানের মাধ্যমে ভিক্ষুক পূণর্বাসনের বিষয়টি দেশের ইতিহাসে বিরল। আমি শুক্লা সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। এসব কর্মকান্ডের মাধ্যমেই মানুষকে বাঁচাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুদ্দিন ভূইয়া, মুসাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ সালাম ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক আহম্মেদ প্রমূখ।