বিসিএস ক্যাডারে উত্তীর্ণ তিনজনকে সোনারগাঁয়ে সংবর্ধনা

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ সোনারগাঁও এর উদ্যোগে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ তিনজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৭ আগস্ট শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।

৩৫তম বিসিএসে শিক্ষা ক্যাডারে মো. সিফাতুল ইসলাম, ৩৮তম প্রশাসন ক্যাডারে মো. সজিব মিয়া ও ৩৮তম ফরেস্ট ক্যাডারে মো. জাহাঙ্গীর আলম উত্তীর্ণ হওয়ায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগে ফ্যাকাল্টি অফ বায়োলজিকাল সাইনস হতে ডিনস খেতাব প্রাপ্ত কৃষ্ণা সুকন্যা বণিককেও সংবর্ধনা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

এ ছাড়াও সোনারগাঁ উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মাহমুদ আকতার ফেন্সি, সোনারগাওঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নবীন শিক্ষার্থীদেরও বরণ করে নেন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ সোনারগাঁও (ঢাসাস)।

অনুষ্ঠানে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন।