সোনারগাঁয়ে একজনের মৃত্যু, লাশ দাফনে এলাকাবাসীর বাধা!

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামে আসাদ মিয়া (৫৫) মৃত্যু হয়েছে। মৃত আসাদ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা নিয়ে এলাকাবাসী সন্দেহ পোষণ করে পরীক্ষা করে লাশ দাফন করার দাবি জানান এবং লাশ দাফনে বাঁধা দিয়েছেনবলে জানিয়েছেন স্থানীয়রা।

মরহুম আসাদের ফুফাতো ভাই দিদার হোসেন জানান, আসাদ গত ৬দিন আগে নারায়ণগঞ্জ শহরের ছেলের বাসা থেকে গ্রামে আসে। এলাকার পঞ্চায়তের সিদ্ধান্তে হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। ৬/৭ দিন হোম কোয়ারেন্টাইনে থেকে ঠান্ডা জ্বর ও গলা ব্যথায় ১৮ এপ্রিল শনিবার দুপুরে তিনি মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর কেউ উনার লাশের সামনে যেতে চাচ্ছে না। তাছাড়া তার শরীরে করোনাভাইরাস ছিলো কিনা তা পরীক্ষা না করে লাশ দাফন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন এলাকাবাসী।

তিনি আরো জানান, থানায় খবর দেওয়া হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক লাশ দাফন করা হবে।