নারায়ণগঞ্জে আরও ২৪ জন করোনায় আক্রান্ত, মোট ১৩৩ জন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩৯ জন। ২৪ ঘন্টায় ১ হাজার ৫’শ ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১’শ ৮২ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এদিকে নারায়ণগঞ্জে নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন আরও ২৪ জন। নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ১১ জনের আর সুস্থ্য হয়েছেন ৬ জন। এ নিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮২ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইকবাল বাহার জানান, ইতিমধ্যে জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭১ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সংগ্রহ করা হয়েছে ৫০ জনের। জেলায় আইসোলেশনে আছেন ৯৩ জন। এদের মধ্যে আড়াইহাজারে ৩ জন, বন্দরে ৪ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ৬৮ জন, সদরে ১৫ জন ও রূপগঞ্জে ৩ জন।

তিনি আরো জানান, জেলায় মোট ১১ জনের মারা গেছেন যাদের মধ্যে বন্দরে ১ জন, নাসিক এলাকায় ৭ জন ও সদরে ৩ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় জেলায় ২৪ জনের মধ্যে বন্দরে ১ জন, নাসিক এলাকায় ২০ জন, সদরে ৩ জন আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন।