রূপগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল আনন্দধাম

সান নারায়ণগঞ্জ টুযেন্টিফোর ডটকম:

আনন্দধাম জনকল্যাণমুখী সংগঠন কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রাম’ শীর্ষক আলোচনা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জের আব্দুল হক ভূঁঞা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহ বীর উত্তম (অবঃ)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আনন্দধামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ তানভীর হায়দার খাঁন।

রূপগঞ্জ থানা কমিটির সভাপতি ডা. মোনতাছির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, রূপগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোমতাজিম রহমান কমান্ডার, আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, দৈনিক সংবাদের সাব-এডিটর মোঃ আলম হোসেন, রূপগঞ্জ থানা আনন্দধাম কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক ভূঁইয়া, মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেলে কলেজের অধ্যাপক এমএ কাসেম, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুম, রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন ভুঁইয়া।

মোঃ বোরহান উদ্দিন রনি ও অ্যাডভোকেট শুক্কুর মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবক মঞ্জুরুল হক আহসান, মোঃ মহিউদ্দিন ভূঁঞা, মোঃ ফারুক হোসেন মালুম, ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ রিটন প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নাজিমউদ্দীন ভূঁঞা কুসুম, রাজউক কর্মকর্তা মোঃ রোমাজ্জল হোসেন খান, আনন্দধামের সহ-সভাপতি মতিউর রহমান মুক্তি, যুগ্ম সম্পাদক শ্যামল দত্ত, কোষাধ্যক্ষ শেখ মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাকসুদুর রহমান হিটু, দপ্তর সম্পাদক মোঃ খোকন প্রমুখ।

আলোচনা সভা শেষে ২৩জন বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ উপহার প্রদান ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথি ও বীর মুক্তিযোদ্ধা সহ সকলের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেন আয়োজকরা।