যুবদল নেতার মৃত্যুতে তৈমূর ও মহানগর যুবদলের শোক প্রকাশ

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা যুবদলের সক্রিয় নেতা ২২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন দীর্ঘ দিন শয্যাশয়ী থাকার পর ১৫ জানুয়ারী বুধবার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তান রেখে গেছেন।

যুবদল দাবি করেছে- কবীর হোসেন হামলা মামলা মোকাবেলা করে সব সময় রাজপথে সক্রিয় ছিলেন। মারাত্মক অসুস্থ অবস্থায়ও গত ১৬ ডিসেম্বর তিনি পতাকা মিছিলে অংশ নেন।

বাদ আছর দড়ি সোনাকান্দা জামে মসজিদে কবিরের প্রথম নামাজের জানাযা ও বাদ মাগরিম কল্যান্দী জামে মসজিদে ২য় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ-সভাপতি সানোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক পারভেজ খান, থানা যুবদলের সম্পাদক সোহেল খান বাবু, কাজী সোহাগ, ইমরুল ভূইয়া, যুবদল নেতা পনির ভূইয়া, হুমায়ুন করীর, বিএনপি নেতা জিল্লুর রহমান, মোঃ স্বপন ও মোঃ বাবুল প্রমুখ।

যুবদল নেতা কবীরের মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার শোক বার্তায় বলেন, আমরা আজ একজন সাচ্চা কর্মী হারালাম।

আরো শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো সহ যুবদলের সকল নেতাকর্মীরা।