কবিতা: জানি একদিন হারিয়ে যাবে

জানি একদিন হারিয়ে যাবে

           —–সুমী ধর

জানি হারিয়ে যাবে একদিন,
মনের কোঠা ঘরে তোমায়
লুকিয়ে রাখবো চিরদিন।

যখনই দেখবো,
দুঃখের কালো মেঘগুলো
আধাঁর করে আছে তোমারি মাঝে।
উড়িয়ে দিবো আমি,
সুখের কাল বৈশাখী ঝড় হয়ে।

তুমি কি ভাবতে পারো,
তোমার প্রতিটি স্মৃতি লোকায়িত আছে,
হৃদয়ের সেই কোঠা ঘরে।

হারিয়ে যাবে আঁধার করে,
আমার হৃদয় ক্ষুন্ন করে।
তবুও তোমারি জীবনের আলোকে,
প্রদীপ শিখাটি জ্বালিয়ে রাখবো
বাতাসেতে যেন না নিভে।

আমি তোমায় খুঁজবো নিত্যদিন সন্ধ্যাবেলা,
যেখানে দুটি হৃদয় করেছিল
ভালোবাসার খেলা।

উদার আকাশের নিচে,
আলোর আধাঁরে লুকোচুরি করেছিল দুটি মন,
অনুভবে থাকবে তুমি
সারাটি জীবন।

আমি অবিরাম খুঁজবো তোমায়
শান্ত দুপুরে,
যেখানে হারিয়ে যেতাম দু’জন নিত্য আলোকে।

যখনই জানবো,
হাজারো দুঃখ, কষ্টে কাটছে তোমার জীবনখানী,
দুঃখের সাগর উচ্ছেদ করে
আঁচল দিয়ে আঁড়াল করে,
ঢেঁকে রাখবো তোমায় সাবধানে।

যখন আমার ভালোবাসটুকু
সুদীর্ঘ বিরতিহীন হবে,
পরাজিত হবো না আমি।
প্রতিক্ষণে প্রতিক্ষার গ্রহরগুণে,
আবারো মিলে মিশে
একাকার হবো দু’জনি।

তুমি হারিয়ে যাবে,
কিন্তু হৃদয়ের অন্তিমে
থেকে যাবে সারক্ষনী।