সোনারগাঁও কেন্দ্রীয় মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মান্নানের দোয়া

সান নারায়ণগঞ্জ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোনারগাঁও উপজেলার কেন্দ্রীয় মডেল মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী শুক্রবার সোনারগাঁও উপজেলা ও সোনারগাঁও পৌর বিএনপি সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

এ ছাড়াও সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব কমিশনার সহ স্থানীয় সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।