খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জামপুরে বিএনপির দোয়া মাহফিল

সান নারায়ণগঞ্জ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারী শুক্রবার বিকেলে ঝালকান্দি মসজিদ মাঠে জামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আনোয়ার গাফফার।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন সহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।