সোনারগাঁয়ে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারে বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন প্রোগ্রাম

সান নারায়ণগঞ্জ

বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার সনমান্দী সোনারগাঁ শাখায় ১৩ ডিসেম্বর শনিবার শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গ্রেড ফাইভের শিক্ষার্থী সাফওয়ান।অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন গ্রেড ফোরের শিক্ষার্থী মাহবুব ও তানহা।

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার গুরুত্ব তুলে স্বাগত বক্তব্য রাখেন বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের সম্মানিত বোর্ড মেম্বার আমিন মাহমুদ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রদর্শনী, হামদ, নাত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়, যা পুরো আয়োজনকে করে তোলে অত্যন্ত আকর্ষণীয় ও প্রাণবন্ত। গ্র্যাজুয়েশন প্রোগ্রামের মূল পর্বে বিভিন্ন শ্রেণি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেস্ট হ্যান্ডরাইটিং, বেস্ট এটেনডেন্স এবং গ্রেড ফাইভের শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনারগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার।

উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বাসমাহ ফাউন্ডেশন দেশ ও মানবতার কল্যাণে সমগ্র বাংলাদেশব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, আবাসন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণ ও কুরবানি প্রকল্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি সমাজে ইতিবাচক অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাসমাহ ফাউন্ডেশনের সিইও মীর সাখাওয়াত হোসাইন ও তাঁর পরিবারসহ দেশ, জাতি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন ‘বাসমাহ অরফান’স হোম স্কুল এন্ড কালচারাল সেন্টার’ – এর এডুকেশন ইনচার্জ আহমেদ আমিন।