সান নারায়ণগঞ্জ
আগামী ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে আসবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ওই দিন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করবেন।
এ উপলক্ষ্যে ৭ অক্টোবর সোমবার বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব আজিজুল হক ও উপ-সচিব সরাবান তহুরা নারায়ণগঞ্জে উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গন সহ আশপাশের এলাকায় বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীদের সমস্যাগুলো দেখেন এবং এগুলোর সমাধানের আশ্বাস দেন আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে।
এ সময় সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মমিনুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈন উদ্দীন কাদের সহ অন্যান্য বিচারকগণ।
পরিদর্শনকালে আইনজীবীদের নানা সুবিধা ও অসুবিধার বিষয়টি তুলে ধরেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আব্দুর গাফফার, সহ-সভাপতি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন সহ সমিতির অন্যান্য কর্মকর্তাগণ।