সহমর্মিতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব: ড. ওবায়দুল

সান নারায়ণগঞ্জ

৫ অক্টোবর শনিবার রাতে আনন্দধামের উদ্যোগে “প্রতিবন্ধী অটিস্টিক শিশু-কিশোরদের মানবাধিকার নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি সাধারণ নাগরিক সমাজের সহমর্মিতা ও সহযোগিতা অত্যাবশ্যক “- শীর্ষক এক মুক্ত আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে আগাম শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে স্থানীয় গ্রীণ আপেল রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উমুক্ত বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক টি এম আহমেদ হুসেইন ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আবু সাউদ মাসুদ।

আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো: মারুফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনন্দধামের ভাইস চেয়ারম্যান লোকমান আহমেদ, ইকবাল আহমেদ, মহাসচিব আবদুল কাইয়ুম আল আমিন, বন্দর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি সিদ্দিকুর রহমান ও সিনিয়র সহ সভাপতি হাসান কবির, আনন্দধামের অতিরিক্ত মহাসচিব ইলিয়াস মামুন, এনামুল হক প্রিন্স, মোতালেব সানি, খোকন গাজী, আবদুল মজিদ মৃধা, আবদুর রহমান বাচ্চু, ডালিম জাহাঙ্গীর, অনুপম সরকার প্রমুখ।

প্রতিবন্ধীদের নিয়ে আনন্দধাম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আসতে পেরে আবেগ আপ্লূত হয়ে প্রধান অতিথি বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান। তাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নৈসর্গিক শান্তি অনুভব করতে পারছি। এই প্রতিবন্ধী শিশুরা সৃষ্টির বৈচিত্র। তিনি বলেন বেঁচে থাকার জন্যই রীতিমতো সংগ্রাম করতে হয় প্রতিবন্ধীদের। শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণপরিবহন, রাস্তাঘাট, কোথাও পুরোপুরি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে পারেনি। কর্মসংস্থানের পথও বেশ কণ্টকাকীর্ণ। প্রতিবন্ধীদের নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। তবে জনগণের সার্বিক সম্পৃক্ততাই প্রতিবন্ধীদের অধিকার সুনিশ্চিত করতে পারে। নিজের সন্তানের মত সহমর্মিতা নিয়ে প্রতিবন্ধীদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

মুখ্য আলোচক সিনিয়র সাংবাদিক আবু সাউদ মাসুদ তার বক্তব্যে বলেন, অটিজম শিশুরা সমাজের বোঝা নয়। এদের সুপ্ত প্রতিভা আছে। তাদের উপযুক্ত করে গড়ে তুলে তাদের প্রতিভাকে দেশ জাতীর সার্থে কাজে লাগাতে হবে। প্রতিবন্ধীদের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন,আমি আজীবন প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় নিজের ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমু তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের আজীবন প্রতিপালনের দায়িত্ব রাস্ট্রকে নিতে হবে, এটা আমাদের দাবি।

অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতিকে আনন্দধামের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় আনন্দধামের সাহিত্য পরিচালক স্বনামধন্য কবি এনামুল হক প্রিন্স তার লিখিত গ্রন্থ অতিথিদের প্রদান করেন।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী অটিস্টিক শিশু-কিশোরদের মাঝে সাবিলা ফাউন্ডেশন ও হাসিনা অটিজম চাইল্ড কেয়ারের সহযোগিতায় আনন্দধামের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয় ও উপস্থিত সবাইকে আনন্দধামের পক্ষ থেকে রাতের খাবারে আপ্যায়িত করা হয়।