সান নারায়ণগঞ্জ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনে হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের ৪বারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি এই আসনে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রাথমিক তালিকায় মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটগত কারনে নাগরিক ঐক্যের প্রার্থী এসএম আকরামকে চূড়ান্ত করা হয়। এই আসনে হাল ছাড়েননি মহানগরীর জনপ্রিয় এই রাজনীতিক খোরশেদ। যিনি করোনাকালে করোনা বীর হিসেবে দেশ ছাড়িয়ে বহিঃর্বিশ্বেও পরিচিতি লাভ করেছিলেন। এবার তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠানোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনতার মাঝে পৌছে দিচ্ছেন তারেক রহমানের সেই বার্তা।
জানাগেছে, নারায়ণগঞ্জ নগরীতে রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে গণসংযোগ করছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রার্থী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। ৭ অক্টোবর মঙ্গলবার নগরীর কালীরবাজার এলাকায় এই লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় কালীরবাজার এলাকায় বিভিন্ন দোকানে ও ব্যাবসায় প্রতিষ্ঠানে ঘুরে ৩১ দফা দাবী সম্পর্কে সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করেন। ৩১ দফা সম্পর্কে সকলকে অবগত করেন এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান খোরশেদ।
এসময় খোরশেদ বলেন, বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান প্রমান করেছেন তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন। তিনি প্রতিহিংসার রাজনীতি ত্যাগ করে ন্যায় বিচারের কথা বলেছেন। আপনারা অন্ধ অনুসরণ করবেন না। আপনারা এই ৩১ দফা পড়ে দেখবেন। পরবর্তীতে যেন বিএনপি ক্ষমতায় আসলে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে বিএনপি তার প্রতিশ্রুতি পূরণ করেছে কিনা।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা গত ষোল বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমান এই ৩১ দফা দিয়েছেন। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। তিনিই আগামীর নিরাপদ বাংলাদেশ গড়বেন।
তিনি বলেন, বিএনপি বড় দল। এখানে অনেক যোগ্য লোক আছে। আপনারা মনে করবেন না আমরা নিজেদের মধ্যে সংঘাত করছি। এটা আমাদের মধ্যে প্রতিযোগীতা চলছে। তবে যিনিই ধানের শীষ মার্কা নিয়ে আসবে আমরা সকলে তাকেই বিজয়ী করবো।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা শাহজাহান খন্দকার, হারুন জামাল, আনোয়ার মাহমুদ বকুল, নুরুল হক চৌধুরী দিপু, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, শওকত খন্দকার, নাজমুল কবীর নাহিদ, জুয়েল রানা, সুমন ভূইয়া, মোঃ মুসা, ওসমান গনি, রানা মুন্সী, মোঃ মিঠু, কাওসার জুলহাস, জামাল হোসেন, নুরুল্লাহ খন্দকার, মাসুম খন্দকার, মাসুদ আহমেদ, রাজীব হোসেন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।