বিআরটিসি বাস সেবায় অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে রূপগঞ্জে প্রতিবাদ সমাবেশ

রূপগঞ্জ প্রতিনিধি

বিআরটিসি বাস সেবায় চরম অনিয়ম, নারী শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানি, এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগে ১৭ আগস্ট রবিবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘সাধারণ শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে শিক্ষার্থীরা ৮ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা অভিযোগ করেন, কুড়িল থেকে গাউসিয়া রাস্তায় চলাচলকারী বিআরটিসি বাসগুলোতে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, এর আগে ৩ আগস্ট ২০২৫ তারিখে এসব অনিয়মের প্রতিবাদে বিআরটিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হলেও ১৪ কর্মদিবস পার হয়ে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

প্রধান দাবিসমূহের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও ভাড়া প্রভাবিত করা বন্ধ , অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল ও যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাওন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপার্থী মাহিম চৌধুরী শুভ, সাধারণ শিক্ষার্থী জুবায়ের ইসলাম তুলন ও ইফতেখার ভূইয়া রিদ্বীনসহ আরো অনেকে।