র‌্যাবের অভিযানে ফতুল্লার কুতুবপুরে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদক উদ্ধার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের অভিযানে ফতুল্লার কুতুবপুর রামারবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার এ সময় গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ২৯ জুলাই বুধবার বিকেলে র‌্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ২৮ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ২৫মিনিটের সময় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুবপুর ইউনিয়নের রামারবাগ মসজিদ সংলগ্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে রুনা বেগম (৩৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ কেজি ১’শ গ্রাম গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক ব্যবসায়ী রুনা বেগম নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মুন্সিপুুর এলাকার মিলন মিয়ার স্ত্রী।
উদ্ধারকৃত ১ কেজি ১০০ গ্রাম গাঁজার মোট মূল্য ২২ হাজার টাকা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটের মোট মূল্য ৮১ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, উল্লেখিত মহিলা আসামী উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় করিয়া আসছিল। ধৃত মহিলা আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।