সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষে, আহত ৬

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৩ অক্টোবর রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ সহ ৬জন আহত হয়েছেন। আহতদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাইল হোসেনের ছেলে রকির সঙ্গে একই ইউনিয়নের মামরকপুর গ্রামের গাজী আবু তালেবের ছেলে গাজী আওলাদের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের রেশ ধরে রবিবার বিকেলে রকি ও তার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গাজী আওলাদ ও তার লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে গাজী আওলাদ, গাজী আরমান, ও মোরসালিন সহ ৫জন আহত হয়। এদের মধ্যে মোরসালিনকে টেঁটাবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পাল্টা হামলার শিকার হয়ে রকি গ্রুপের আবু তাহের, বরকতুল্লাহ ও ওয়াজ করনী ওরফে আক্কু নামে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে আবু তাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে গাজী আওলাদ অভিযোগ করেন, দীর্ঘদিন যাবত রকি এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। এমন কি সে অবৈধভাবে মেঘনা নদী থেকে নিয়মিত বালু উত্তোলনের সাথে জড়িত। আমরা এসব ব্যাপারে প্রতিবাদ করলে রকি ও তার সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলা চালায়। রবিবার বিকেলে কোন কারণ ছাড়াই সে ও তার বাহিনী আমাদেরকে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।

অভিযুক্ত রকির সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) হেলালউদ্দিন জানান, সংঘর্ষের ঘটনা শোনার পর তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।