আদালতে সোনারগাঁও বিএনপির ৮৬ নেতাকর্মী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা পুলিশের দায়েরকৃত একটি নাশকতা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৮৬জন নেতাকর্মী।

আদালত সূত্রে জানাগেছে, ৭ অক্টোবর সোমবার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এ হাজিরা দেন ৮৬ জন নেতাকর্মী।

নাশকতার এই মামলায় উল্লেখ্যযোগ্য নেতাদের মধ্যে হাজিরা দিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মেম্বার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সোনারগাঁও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নূরে ইয়াসিন নোবেল, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মুন্সী, বারদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নেহাল উদ্দিন মেম্বার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবু সিদ্দিক মোল্লা, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফর মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন, সোনারগাঁ যুবদল নেতা মুশফিকুর রহমান মোহন, আব্দুল আলী, আশরাফ মোল্লা, জুয়েল রানা, হাবিবুর রহমান হবু, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল নেতা ডালিম সিকদার, রাজিব সাউথ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা রুবেল হোসাইন ও আরিফ সহ ৮৬জন নেতাকর্মী।