রাজপথে পুলিশি বাধায় সাখাওয়াতের মিছিল

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়ণগঞ্জে একমাত্র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান রাজপথে নেমে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন। কেক কেটে নারায়ণগঞ্জ শহরে খালেদা জিয়ার মুক্তির দাবির শ্লোগানে মিছিল বের করতে গেলে বাধা দেয় পুলিশ। তবে নেতাকর্মীদের স্রোতে পুলিশ বাধা থেকে সরে যেতে বাধ্য হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশও করেছেন নারায়ণগঞ্জের আলোচিত আইনজীবী নেতা ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

১ সেপ্টেম্বর রবিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ব্যানারে মিছিল বের করেন সাখাওয়াত হোসেন খান। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তির শ্লোগানে মিছিল করার সময় বাধা দেয় নারায়ণগঞ্জ মডেল থানা পুলিশ। তবে নেতাকর্মীরা পুুলিশি বাধা টপকে মিছিল করেন। মিছিল শেষে শহরের ২নং রেলগেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সাখাওয়াত হোসেন খান বক্তব্য রাখেন।

এর আগে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের সামনে বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে ৪১ পাউন্ডের কেক কাটেন সাখাওয়াত হোসেন খান। তবে নারায়ণগঞ্জের আর কোথাও রাজপথে নেমে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেনি বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম কালিরবাজার এলাকায় তার চেম্বারে গুটিকয়েকজন নেতাকর্মীদের নিয়ে কেট কেটেই তার কর্মসূচি শেষ করেন।

এই কর্মসূচিতে সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমান উদ্দীন আমান, মহানগর বিএনপি নেতা মনির হোসেন খান, হাজী গোলজার হোসেন খান, ইসমাঈল হোসেন, মহানগর বিএনপি নেতা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধান, বিএনপি নেতা সলিমুল্লাহ বাবুল, মহিউদ্দীন শিশির, মীর আলমগীর হোসেন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, আকবর হোসেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর প্রধান, যুগ্ম সম্পাদক আহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, পারভেজ মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম রতন, বন্দর থানা শ্রমিকদলের সভাপতি বাবুল প্রধান, জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সভাপতি অ্যাডভোকেট কেএম সুমন, ছাত্র ফোরাম নেতা অ্যাডভোকেট আদনান মোল্লা, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিংরাজ খান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শাহ, সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির, সজীব খন্দকার, লিংকন খান, স¤্রাট হাসান সুজন, সুমন হাওলাদার, আল আমিন ভূ্ইঁয়া, মোফাজ্জল হোসেন আনোয়ার, অপু রহমান, ফয়সাল সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী।