নারায়ণগঞ্জের সকল অন্যায়কে রুখে দিয়েছে এসপি হারুন: ডিআইজি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের সকল অন্যায়কে রুখে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ-এমনটাই মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় রেঞ্জের জিআইজি হাবিবুর রহমান। তিনি বলেছেন, ফুটপাত দখলমুক্ত করা, ভূমিদস্যূ সহ সকল অন্যায়কে রুখে দিয়েছে এসপি হারুন। সেই সঙ্গে নারায়ণগঞ্জের প্রশাসনও সমান তালে কাজ করছে।

তিনি বলেছেন, নারায়ণগঞ্জে অন্যায় মেনে নেয়া হবে না। যেকোন অবস্থায় যে কোন জায়গায় নারায়ণগঞ্জের চাঁদাবাজি বন্ধ করতে হবে।

১ সেপ্টেম্বর রবিবার দুপুরে নারায়ণগহ্জ রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ জেলা পুুলিশের ‘ই-ট্রাফিকিং’ সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে ডিআইজি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, শিল্প পুুলিশ-৪ এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক জসিমউদ্দীন, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত জামিল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি খালিদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নূরে আলম, সুবাশ সাহা ও জেলা পুুলিশের ডিআইও-২ সাজ্জাদ রোমন প্রমূখ।