বন্দরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জ বন্দরে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেলের ব্যবহারে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১৯ আগস্ট সোমবার দুপুরে বন্দর বাসস্ট্যান্ড, নবীগঞ্জ বাজার এলাকায় মোবাইল কোর্ট বসিয়ে এ সাজা প্রদান করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।

জানা গেছে, সোমবার দুপুরে অস্বাস্থ্যকর পরিবেশ কারনে বন্দর বাসস্ট্যান্ড সংলঘœ ফুড ষ্টেশনকে ১০হাজার টাকা ও নবীগঞ্জ বাজারের ২টি মিষ্টির দোকানীকে কৃষ্ণা মিষ্টি ঘরকে ৫হাজার ও দেওয়ান মিষ্টি ঘরকে ৪হাজার টাকা জরিমানা করা হয়।

৩টি প্রতিষ্ঠানকে পোড়া তেলের ব্যবহার, খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত সহ বিভিন্ন কারণে জরিমানা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ এবং ৪৩ ধারায় অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান অভিযানে বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানার এসআই হামিদুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স।