আড়াইহাজারে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে মোশারফ হোসেন রাজু নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কলেজ ছাত্র ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত ডা. মাহাবুব মোল্লা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ১৭ আগস্ট শনিবার দুপুর ১টায় স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের নয়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মা রুনুজাহান জানান, স্থানীয় ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনিরের সঙ্গে তার ভাসুর রশীদের ছেলের বিয়ের দাওয়াত নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তবে সকালে বিচার-শাসিল করে তাদের মধ্যকার বিরোধ পূর্ববিরোধ নিষ্পত্তি করা হয়েছিল। কিন্তু প্রতিপক্ষের লোকজন তাতে নিবৃত হয়নি। এরই জেরে স্থানীয় মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় রশীদকে আটক করা হয়।

তিনি আরো জানান, চাচাকে আটকের খবর শুনে তার কলেজ পড়য়া ছেলে রাজু ঘটনাস্থলে গেলে তার ওপর একই এলাকার হাজির মিয়ার ছেলে সহোদর বিল্লাল ও আলমগীর তার ওপর হামলা চালায়। এ সময় তাকে চাপাতি ও দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।

তবে মনির মেম্বার এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বা আমার কোনো লোকই কারোর ওপর হামলা করেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।