বন্দরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরের আলীনগর এলাকায় ৩৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় গভনিং বডির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস দিনভর নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।

১৫ আগস্ট বৃহস্পতিবার বন্দরের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কোরআন খানি, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ। কাঙ্গালীভোজের উদ্বোধন করেন বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভোলানাথ দাস, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ বাবু, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সোনা মিয়া, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শাহজাহান মোল্লা, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, সখিনা বেগম, মোঃ আমান ও বন্দর থানা যুবলীগের অ্যাডভোকেট সভাপতি হাবিব আল মুজাহিদ পলু।

এতে আরো উপস্থিত ছিলেন আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শফিউদ্দিন, প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা ও এনামূল হক প্রমূখ।