খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবি: সৌদি আরবে তৈমূর আলম

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

১৫ আগষ্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন ঊপলক্ষে সৌদি আরবের জেদ্দায় সমাবেশ ও দোয়া মাহফিল করেছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি। সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপনের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেগম খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন ঊপলক্ষে জেদ্দার লোহিত সাগরের তীরে শেখ ভিলায় অনুষ্ঠিত বিশাল সমাবেশ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের একান্ত সচিব কবীর হোসেন সানি।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, আরো বক্তব্য রাখেন জেদ্দা মহানগর বিএনপির আহবায়ক চয়ন ইসলাম, সৌদি যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, সৌদি স্বেচ্চাসেবক দলের সভাপতি এরশাদ আহম্মেদ ও বিএনপি নেতা মোঃশাজাহান প্রমুখ।

প্রবাসী নেতাকর্মীর উদ্দেশে প্রধান অতিথি তৈমূর আলম খন্দকার বলেন, গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের দাবী। স্বৈরাচারী শাসনের কারনে দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। মানুষে মুখের ভাষা কেড়ে নেয়া হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারেনা।

তিনি কেন্দ্রীয নীতি নির্ধারকদের কাছে খালেদা জিয়ার মুক্তির দাবীতে এক দফার আন্দোলন কর্মসূচী ঘোষণার দাবী জানিয়ে বলেন, একমাত্র খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচনই পারে দেশের মানুষকে মুক্তি দিতে।

তৈমূর আরো বলেন, ডেঙ্গু মহামারী আকার ধারণ করছে। সরকার ডেঙ্গু নিধনে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে। সরকার মন্ত্রী ও প্রতি মন্ত্রীর বক্তব্যে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে মোনাজাত করা হয়।