বিএনপি-জামায়াত জোট সরকার আমলে শিক্ষাখাতে উন্নয়ন হয়নি: মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশের শিক্ষাখাতে উন্নয়ন হয়নি। তারা শিক্ষাখাতের উন্নয়ন না করে লুটপাট করেছে।’

৩ আগস্ট শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৯ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই আজ দেশের শিক্ষাখাতে এতো উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে পরিমান উন্নয়ন হয়েছে অতীতে কোন সরকারের আমলে এতো উন্নয়ন হয়নি।’

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন দাবি করে মন্ত্রী বলেন, ‘নিরক্ষরমুক্ত সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা গড়তে হলে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। যার ফলে বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের একটি আধুনিক দেশ।’

তিনি বলেন, ‘দেশ বিরোধী একটি গোষ্ঠী সুকৌশলে বিভিন্ন গুজব ছড়িয়ে দিচ্ছে। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই গুজব ছড়াচ্ছে। দেশের উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে এসব গুজব রটানো হচ্ছে। গুজব সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।’

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, মুড়াপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার রায়, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ নজিবর রহমান, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার হোসেন, গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, ছাত্তার জুট মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, গোলাকান্দাইল মজিবর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা বেগম, খাদুন হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ মাসুম, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের জিএস সাদিকুল ইসলাম সজিব প্রমূখ।

এদিকে, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে মুড়াপাড়া সরকারী কলেজ ছাত্র সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুব মহিলালীগের নবগঠিত কমিটির নেত্রীবৃন্দ বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ফুলেল শুভেচ্ছা জানান।