কাঞ্চন পৌর নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: এসপি হারুন

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

২৫ জুলাই নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ৮টি, সাধারণ কেন্দ্র ৯টি, মোট ১৭টি কেন্দ্র।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন এসআই/এএসআই সহ ৬ জন পুলিশ অস্ত্রসহ থাকবে এবং আনসার থাকবে ১২ জন, সাধারণ কেন্দ্রে একজন এসআই/এএসআই সহ ৫ জন পুলিশ অস্ত্রসহ থাকবে এবং আনসার থাকবে ১২ জন।

জেলা পুলিশ আরও জানায়, প্রতিটি কেন্দ্রে মোবাইল টিমসহ সর্বমোট ১৮টি মোবাইল টিম থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ৯জন। স্ট্রাইকিং টিম থাকবে ২টি। সাদা পোষাকে পুলিশ গোয়েন্দা নজরদারী করবে। নির্বাচনে মোট পুলিশ থাকবে ৫৬৩ জন।

নির্বাচনের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, কাঞ্চন পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। কোন প্রকার বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ সাথে সাথে এ্যাকশন নিবে।