ভোট কেন্দ্র পাহাড়া দিতে বললেন এসএম আকরাম

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়নগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকে প্রার্থী এসএম আকরাম বলেছেন, আমরা ক্ষমতার জন্য নির্বাচন করছিনা। এ নির্বাচন জনগণের অধিকার আদায়ের নির্বাচন। আমাদেরকে বিজয়ী হতেই হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। সেই হিসেবে আমি নিজেকে নারায়ণগঞ্জ-৫ আসনে শক্তিশালী প্রার্থী মনে করি। আপনারা ভোট কেন্দ্র পাহাড়া দিবেন যেন কোন কুচক্র ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার না করতে পারে। ইনশাহআল্লাহ বিজয়ের মালা আমাদেরই হবে।

১১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বন্দর থানার আলীনগর এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন ঐক্যফ্রন্ট আয়োজিত নির্বাচিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসএম আকরাম আরো বলেন, আওয়ামীলীগের অনেক নেতা হাজার হাজার টাকা লুটপাট করেও বুক ফুলিয়া রাস্তায় হাটছে কিন্তু হয়ত সামান্য একটু গড়মিলের কারনে ম্যাডাম খালেদা জিয়াকে মাসের পর মাস জেলে পঁচতে হচ্ছে। এর মানেটা স্পট। তারা দেশনেত্রীকে ভয় পায়। তারা মামলা হামলা করে ভিতুর মত রাজনীতি করছে। এবার সময় এসেছে জনগণের রায়েই দেশনেত্রী কুৎসিত কারাগার ভেঙ্গে আবারো আমাদের মাঝে ফিরে আসবে।

এ মতবিনিময় সভায় এসএম আকরাম ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ পনেছ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, থানা বিএনপির সাবেক সভাপতি আমানউল্লাহ আমান, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামান, যুগ্ম আহ্বায়ক সাজেদা খাতুন মিতা, মহিলা দলের নেত্রী সুলতানা বেগম, তাসলিমা বেগম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শিউলী সুলতানা রুবি, ছাত্রদল নেতা এমএএম সাগর ও রফিউদ্দিন আহমেদ রিয়াদ প্রমূখ।