দেশে গণতন্ত্র নেই, স্বৈরশাসন চলছে: ইব্রাহীম বাবু

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দেশে এখন গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম আহম্মেদ বাবু। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন দেশে এখন স্বৈরশাসন চলছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে।

১৩ জুলাই শনিবার মিডিয়াতে পাঠানো এক বিবৃতি তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের ফলে দেশের জনগণ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। জনগণের মৌলিক বিষয়গুলোকে এড়িয়ে গেছে আওয়ামী লীগ। তারা খুন, ধর্ষণ, গুম থেকে জনগণকে নিরাপত্তা দিতে পারেনি।’

ছাত্রদলের এ নেতা আরও বলেন, ‘বাংলাদেশ কখনও পরাজিত হয়নি। জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছিল। ব্রিটিশদের ২০০ বছরের শাসন থেকে মুক্তি পেয়েছি। পাকিস্তানিদের ২৫ বছরের শাসন থেকে দেশকে মুক্ত করেছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা। আজ গণতন্ত্রের আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১৮ মাস ধরে কারাগারে রাখা হয়েছে। আমরা হতাশ হইনি। অচিরেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করবো।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ছাত্রদলের নেতা বলেন, ‘আপনারা কিসের ভয় পাচ্ছেন? যদি সত্যিকার অর্থে জনগণ আপনাদের পাশে আছে মনে করেন, তবে খালেদা জিয়া মুক্তি দিন, তারেক রহমানকে দেশে আসতে দিন। আমরা জানি আমাদের নেতাকে মুক্ত দিলে জনগণ দুঃশাসনের হাত থেকে রক্ষা পাবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও থাকবে। বিএনপিকে যতই বাধা দিন, যতই সভা-সমাবেশ করতে না দিন, অপেক্ষা করুন অচিরেই তীব্র আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

ইব্রাহীম বাবু আরও বলেন, ‘আজ মানুষের নিরাপত্তা নেই। হত্যা, গুম, খুন, নারী ও শিশু ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলছে। এরই মধ্যে আপনারা গ্যাসের মূল্য বাড়ানোর প্রস্তাব করেছেন। এর মাধ্যমে গরিবের পেটে লাথি মেরেছেন। পণ্যের মূল্যও বাড়বে গ্যাসের কারণে, শিল্পের উৎপাদন বেড়ে যাবে।’