প্রতারণা করে বাবা মায়ের বসতভিটা লিখে নেয় সন্তান, উদ্ধার করলেন ওসি

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসি নজরুল ইসলামের হস্তক্ষেপে এক অসহায় বয়স্ক দম্পতির বসত ভিটা উদ্ধার হয়েছে। তাদের শেষ সম্বলটুকু নিজের ঔরসজাত এক সন্তান প্রতারণা করে বাবা-মায়ের কাছ থেকে লিখে নেয়। ২ শতাংশ জমি লিখে নেওয়ার কথা বলে তাদের সরলতার সুযোগে লিখে নেয় পুরো ১৭ শতাংশ ভিটা।

পরে বিষয়টি তারা জানতে পেরে প্রথমে ছুঁটে যান স্থানীয় মাতাব্বদের কাছে। প্রতিকার না পেয়ে ওসি নজরুল ইসলামের শরণাপন্ন হন। এএসআই আমিনুল ওই বৃদ্ধার ছেলে আনারকে তাৎক্ষণিক আটক করে।

১২জুলাই শুক্রবার স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়াপাড়া এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা মা বাবা।

জানা গেছে, বৃদ্ধ সামছু উদ্দিন দম্পতির দুই ছেলে ও তিন মেয়ে। এদের মধ্যে এক ছেলে প্রবাসী। আরেক ছেলে আনার বাড়িতে বাবা-মায়ের সঙ্গেই বসবাস করছেন।
বৃদ্ধ সামছুদ্দিন বলেন, ছোট ছেলে আনার তার বোন জামাতা দুলালের ১ লাখ ৬০ হাজার টাকা ঋণ পরিশোধ করে দিবে বলে আমাকে ২ শতাংশ জমি লিখে দিতে অনুরোধ করে। এতে আমি ও আমার স্ত্রী সম্মতি দেই। কিন্তু ছেলে প্রতারণা করে আমাদের কাছ থেকে শেষ সম্বল পুরো বসতভিটা ১৭ শতাংশ জমি লিখে নেয়। জানতে পেরে প্রথমে স্থানীয় মাতাব্বদের কাছে বিচার দিয়ে কোনো প্রতিকার পাইনি।

তিনি আরও বলেন, ‘ওসি সাহেবের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আমার শেষ সম্বল বসতভিটাটুকু ফিরে পাইছি। ছেলের প্রতারণার কবল থেকে তিনি আমাদের রক্ষা করেছেন। তার মতো ওসি যেন দেশের সব থানায় থাকেন। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব।’

এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বৃদ্ধ দম্পতির ছেলে মিথ্যা কথা বলে তাদের শেষ সম্বলটুকু লিখে নেয়। তারা থানায় এসে আমাকে বিষয়টি জানায়। এক পর্যায়ে আমার কক্ষে দুজনেই অজ্ঞান হয়ে পড়েন। চাপ সৃষ্টি করলে বাবা-মাকে জমি ফিরিয়ে দিতে রাজি হয় ছেলে।

ওসি আরও বলেন, ‘অসহায় এ বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে পেড়ে আমি নিজেকে ধন্য মনে করছি। ওসি বলেন, ভালো কিছু করতে পারলে আমাদের পুলিশ বাহিনীর ভাবমূর্তিও উজ্জল হবে।’

এখানে উল্লেখ্যযে, এর আগেও আড়াইহাজারে এক বৃদ্ধা মায়ের জমি লিখে নিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় সন্তান। ওসি ওই বৃদ্ধাকে উদ্ধার করেন এবং বৃদ্ধার ছেলের কাছ থেকে জমি ফেরত নিয়ে বৃদ্ধাকে তার বাড়িতে পাঠান।