রূপগঞ্জে খুুনের শিকার মহিলা লীগ নেত্রীর কবর জিয়ারতে মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তদের হাতে খুনের শিকার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য যুব মহিলা লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টির কবর জিয়ারত করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি।

৫ জুলাই শুক্রবার বাদ জুম্মা উপজেলার চনপাড়া সামাজিক কবরস্থানে গিয়ে এ কবর জিয়ারত করেন তিনি।

এ সময় রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান বজলু, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য বিউটি আক্তার কুট্টির কুলখানী উপলক্ষ্যে নবকিশলয় হাই স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত মিলাদ মাহফিল ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে যোগ দেন।

পরে রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় নির্মাণাধীন ‘বীরপ্রতীক গাজী বিশ্ববিদ্যালয়’ পরিদর্শন করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।