সোনারগাঁয়ে বেগম রোকেয়া দিবসে ৫ নারীকে জয়িতা সম্মাননা

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেগম রোকেয়া দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর সোমবার সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী, জয়িতাদের সম্মাননা ও অনুদানের চেক বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বছর সোনারগাঁ উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ নারীকে জয়িতা নির্বাচন করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য নারী হিসেবে বড় নগর গ্রামের মাহমুদা আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্যের জন্য বারদি বাজারের সুমী বনিক, সফল জননী আলগীরচর এলাকার মাসুদা বেগম, নির্যাতনে বিভীষিকার জন্য পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের ইবতিদা রুপা ও সমাজ উন্নয়নে অবদান রাখার জন্য আলমদি গ্রামের নাছিমা আক্তারকে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহিনুর ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপম ও সোনারগাঁ লেডিস ক্লাবের সভাপতি নুসরাত ইসলাম প্রমুখ।