শেখ হাসিনার নির্দেশই শিরোধার্য্য: খোকন সাহা

দিনকাল নারায়ণগঞ্জ ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে আগামী ১১ ডিসেম্বর নির্বাচনী প্রচারনা সফল করার লক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বিকেলে বন্দরের সোনাকান্দা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।
বক্তব্যে অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমরা ব্যক্তি সেলিম ওসমানের দিকে তাকাবোনা, আমরা তাকাবো জননেত্রী শেখ হাসিনার দিকে। আমরা আওয়ামীলীগ থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে ১০জন প্রার্থী মনোনয়ন চেয়েছিলাম নৌকার জন্য। জননেত্রী শেখ হাসিনা মহাজোট প্রার্থীকে মনোনয়ন দিলেন। আমাদের কাছে শেখ হাসিনার নির্দেশই শিরোধার্য্য। জননেত্রী শেখ হাসিনা বলেছেন ১টি আসনের জন্যও আমরা ক্ষমতায় যেতে পারবনা এমন যেন না হয়। এ বিষয়গুলো আমাদের লক্ষ রাখতে হবে।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ আসনে ক্ষমতার স্বাদ থেকে বঞ্চিত। আমরা জানি এই বন্দরে আওয়ামীলীগ কতটা নির্যাতিত, নিগৃহীত। কি পেলাম আর কি পেলাম না এর হিসেব নিকেশ করার সময় এখন নাই। এখন সামনে নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর মহাজোটের প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করতে আমরা ঝাপিয়ে পড়ব। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে বঙ্গবন্ধুর সৈনিকেরা আওয়ামীলীগের অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ওসমান গনি, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাবিব আল মুজাহিদ পলু, বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন বন্দর থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাফিয়ান আহমেদ, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, এসআই জুয়েল, মহানগর যুব মহিলালীগ নেত্রী নুরুন নাহার সন্ধ্যা, ঢাকা বিভাগীয় শ্রমিকলীগের আহ্বায়ক আশাদুজ্জামান খোকন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সামসুজ্জামান, মশিউর রহমান সুজু, মোকাদ্দেছ আলী আঙ্গুর, আজিজ মিয়া, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, বন্দর থানা যুবলীগ নেতা অহিদুজ্জামান, মোঃ ফারুক, আমজাদ, সেলিম ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ডা.শফিউল্লাহ, এমএ কাইয়ুম, আমানউল্লাহ আমান, ২১নং ওয়ার্ড আওয়ামীলী নেতা রাশিদা বেগম, সালাউদ্দিন ও নাজমুল প্রমূখ।