বাংলাদেশের কাছে হারা অঘটন নয়: প্লানকেট

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

দক্ষিণ আফ্রিকাকে হারানোর মাধ্যমে বিশ্বকাপ শুরুর পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যায় বাংলাদেশ। টাইগারদের সামনে এবার প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। ৮ জুন শনিবার কার্ডিফে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচটি।

বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর অনেকেই বলেছিলেন বাংলাদেশের এই জয়টি ‘অঘটন’। কিন্তু বিশ্বকাপে ইংল্যান্ড দলের পেসার লিয়াম প্লানকেট বলেছেন, বাংলাদেশের কাছে হারাটা মোটেও অঘটন নয়।

লিয়াম প্লানকেট বলেছেন, ‘আমরা দেখেছি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এটা অঘটন ছিল না। এই প্রতিযোগিতায় আসলে কোনো অঘটন নেই। বাংলাদেশ শক্তিশালী দল।’

গত দুই বিশ্বকাপেই ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে ইংলিশদের ২ উইকেটে হারিয়েছিল টাইগাররা। আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল মাশরাফি বিন মর্তুজার দল।

বাংলাদেশের মতো স্বাগতিক ইংল্যান্ডও দক্ষিণ আফ্রিকাকে হারানোর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে। কিন্তু এর পরের ম্যাচে পাকিস্তানের কাছে ১৪ রানে হেরেছে ইয়ন মরগ্যানের দল।