সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে: মন্ত্রী গাজী

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

৩০ মে বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় ইউসূফগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘উন্নয়নে বিশ্বে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ। দেশি-বিদেশি নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নয়ন, অগ্রগতি আর সমৃদ্ধির পথে হাঁটছে আমাদের আজকের বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের যে কোনো সূচকের বিচারে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দেশ যখন উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে তখন এসব অর্জনকে ম্লাণ করতে দেশে এক শ্রেণির দেশদ্রোহী, জঙ্গিবাদীরা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তারা দেশকে পিছিয়ে দিতে চায়। আর কয়েকদিন পরই মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে ঘিরে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীরা দেশের কোথাও যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের কোথাও মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীদের দেখলে সাথে সাথে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানাতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে।’

রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হারেজ, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট কবির হোসেন, সালাউদ্দিন ভুঁইয়া ও ওবায়দুল মজিদ জুয়েল, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রমজান হোসেন মন্ডল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হাফেজ ইঞ্জিনিয়ার খালেদ হাসান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া প্রমূখ।