আড়াইহাজারে হত্যা মামলার আসামি জমির আলী গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃদ্ধা আমেনা বিবি হত্যা মামলার প্রধান আসামি জমির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজীরটেক এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে।

২৮ মে মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার মেঘনা থানাধীন তুলাতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিজয় কৃঞ্চ কর্মকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে উল্লেখ্যযে, ৭০ বছর বয়সি বৃদ্ধা আমেনা বিবিকে নিজের শোবার ঘরে গত ৪ মে রাতের যেকোনো সময় হাত পা বেধে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দী এলাকার মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।

এ ঘটনায় আমেনা বিবির মেয়ে আয়না বিবি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ করলে বের হয়ে আসবে।