বন্দরে জাপা নেতা সানুর নির্বাচনী প্রচারে না থাকায় মা ও সন্তানকে মারধর

সান নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম:

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলা নির্বাচনী প্রচারে ভাইস চেয়ারম্যান প্রার্থী মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহর পক্ষে কাজ না করায় এক নারী ও তার সন্তানকে মারধর করার অভিযোগ ওঠেছে। মা ও ছেলেকে পিটিয়ে আহত করেছে সানাউল্লাহ সানুর সমর্থক আলমগীর হোসেন ও তার সহযোগীরা। গত ২৫মে রাতে পুরান বন্দর কান্দাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ২৭মে সোমবার রাতে বন্দর থানায় আহত রাজিব রাব্বি বাদী হয়ে সানুুর সমর্থক আলমগীরকে আসামি করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ করেন, গত ২৫মে রাতে পুরান বন্দর কান্দাপাড়া এলাকার আলমগীর হোসেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুর পক্ষে কাজ করছেন। সানুর পক্ষে কাজ না করে অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী বিতর্কিত নুরুজ্জামান মোল্লার পক্ষে কাজ করায় একই এলাকার মালয়েশিয়া প্রবাসী রাজিব রাব্বি ও তার মা সালমা বেগমকে অকথ্য ভাষায় গালমন্দ সহ লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে আলমগীর ও সহযোগীরা।

আহত রাজিব রাব্বি ও তা মা সালমা বেগমকে নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে।