তিন চাকার দাপটে চার চাকা বেকায়দায়!

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার অটোরিকশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে চার চাকার যানবাহনের চলাচল। মহাসড়কের বিভিন্ন অংশে ব্যাটারিচালিত ও ইঞ্জিনচালিত অটোরিকশার অবাধ ও বেপরোয়া চলাচলের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এতে করে ডিস্ট্রিক্ট গাড়িসহ দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চালকরা পড়ছে চরম ভোগান্তিতে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে নির্ধারিত লেন অমান্য করে অটোরিকশাগুলো চলাচল করছে, হঠাৎ লেন পরিবর্তন ও অতিরিক্ত গতি পথচারী ও অন্যান্য যানবাহনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক শৃঙ্খলা ভেঙে পড়ায় সময়মতো গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়ছে যাত্রীদের জন্য।

এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন।

তিনি বলেন, “মহাসড়কে তিন চাকার অটোরিকশার অবৈধ চলাচল শুধু যানজট নয়, ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে অটোরিকশা নিয়ন্ত্রণ, আলাদা সার্ভিস রোড ব্যবহার বাধ্যতামূলক করা এবং চালকদের রোড সেফটি প্রশিক্ষণের আওতায় আনতে হবে।”

তিনি আরও জানান, মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে প্রশাসন, ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে সতর্ক করেন তিনি।