মায়ের মৃত্যুতে সমবেদনা জানাতে এটিএম কামালের বাসায় মাসুদুজ্জামান মাসুদ

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা ও জেলা মহিলা দলের সাবেক সহ-সভাপতি শাহানা খানম চৌধুরীর রুহের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৯ জানুয়ারী শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরীর মিশনপাড়ায় এটিএম কামালের বাসভবন সোনারগাঁও ভবনে এই দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন এটিএম কামালের মায়ের রুহের মাগফেরাত কামনায় এটিএম কামালের বাসায় আসেন বিএনপি নেতা শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। সন্ধ্যায় তিনি এটিএম কামালের বাসায় এ সময় ঘন্টা খানিক সময় অবস্থান করেন এবং শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। সেই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় মাসুদের সঙ্গে ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল মিয়া, আকরাম সিকদার, শহিদুল ইসলাম রিপন, মহানগর যুবদল নেতা কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, নভীদ রায়হান তনয়, মোহাম্মদ আল-মাসুদ, তাইফুর হক নাবিন, ইকবাল হোসেন শাওন, রাজীন ইবনে রায়হান, নাহিন মোজতাবা সোহান প্রমুখ।

উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি বিকেলে এটিএম কামালের মা শাহানা খানম চৌধুরী মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সেদিন বাদ এশা তার প্রথম জানাজা মিশনপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ৬ জানুয়ারি সোনারগাঁয়ের বারদী মসলন্দপুর গ্রামে বাদ জোহর দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় দ্বিতীয় জানাজা শেষে তাকে এলাকার কবরস্থানে দাফন করা হয়।