আড়াইহাজারে দুটি ডাকাতির ঘটনায় ২ ডাকাত গ্রেপ্তার

সান নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ এক রাতে তিন স্বর্ণকারের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। ২৮ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে উপজেলার জালাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতেরা হচ্ছে জালাকান্দি এলাকার লালমিয়ার পুত্র সেলিম এবং একই এলাকার আ. হকে এর পুত্র মুনসুর।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী এলাকায় সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন চন্দ্র এর বাড়ী সহ তিন স্বর্ণকারের বাড়ীতে ডাকাতি এবং ১৪ ডিসেম্বর রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া এলাকার আনোয়ার মোল্লা এবং মুনসুর আলীর বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই দুটি ডাকাতির ঘটনায় ডাকাতদল ভৈরবদী এলাকার ৪ জনকে এবং পাঁজারদিয়া এলাকার ১৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং গৃহকর্তাদের স্বর্বস্ব লুটে নেয়। এ ব্যাপারে গৃহকর্তা মুনসুরের পুত্র তায়েব আল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।